Admission Info

ছাত্রছাত্রীদের আচরণবিধি  বিশেষ নির্দেশাবলী 

 

)         পরম করুণাময় আল্লাহ্ তাআলাকে স্মরণ করে সকল কাজ আরম্ভ করা মঙ্গল

)         জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন পূর্বক প্রাত্যহিক সমাবেশে প্রত্যেক শিক্ষার্থীর উপস্থিতি বাধ্যতামূলক। স্কুল কার্যক্রম শুরু হওয়ার ১৫ মিনিটি পূর্বে স্কুলে আসবে। এছাড়া মাসিক মূল্যায়নে অংশগ্রহণ করা যুক্তিযুক্ত

শ্রেণী শৃঙ্খলা রক্ষর জন্য প্রতিনিধি নির্বাচন করা হয়। শ্রেণী প্রতিনিধির আদেশনিষেধ প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই পালন করতে হবে। শ্রেণী বিশৃঙ্খলার জন্য প্রতিনিধি দায়ী থাকবে

বিদ্যালয়ের বিভিন্ন স্থানে লেখামেঝে বা দেওয়ালে থুথু ফেলাঅশ্লীল উক্তি করাবারান্দায় দৌড়াদৌড়ি করা ইত্যাদি পরিত্যাজ্য

জিন্সের প্যান্ট  গেঞ্জি পরিধান সম্পূর্ণরূপে নিষিদ্ধ

বিদ্যালয়ের কার্যক্রম চলকালীন সময়ে এক বা একাধিক শিক্ষার্থী বিনানুমতিতে বারান্দায় কিংবা বিদ্যালয় চত্বরে ঘোরাফেরা করা সম্পূর্ণ নিষিদ্ধ। ক্লাশ চলাকালীন কোন শিক্ষার্থীকে সীমান প্রাচীরের বাইরে কিংবা দোকানে দেখা গেলে ৫০.০০ টাকা (প্রতিবারজরিমানা আদায় করা হবে। 

বিদ্যালয়ে যাবতীয় সহ-পাঠক্রমিক কার্যক্রমের রীতিমত অনুশীলনের ব্যবস্থা আছে। সহ পাঠক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক

)        বিদ্যালয়ে নিয়মিত খেলাধুলার ব্যবস্থা আছে। বিভিন্ন জাতীয়  আন্তর্জাতিক দিবস উদ্যাপনমিলাদ মাহফিলবার্ষিক ক্রীড়াসাহিত্য  সাংস্কৃতিক প্রতিযোগিতার ব্যবস্থা আছে। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের মাধমে বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কৃত করা হয়। 

দরিদ্র কিন্ত মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতন / অর্ধ বেতনে অধ্যয়নের ব্যবস্থা আছে। বিভিন্ন বেসরকারীতফসিল  প্রতিবন্ধী বৃত্তি চালূ আছে। প্রতি শ্রেণীতে প্রতি শাখায় রোল নং  হতে ১০ পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থী বেসরকারী বৃত্তিতে অংশগ্রহণ বাধ্যতামূলক। বেসরকারী বৃত্তিতে অংশগ্রহণ না করলে বিদ্যালয়ের অধীনে সরকার প্রদত্ত উপবৃত্তি স্থগিত করা হয়। 

১০বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলার পরিপন্থীনৈতিকতা বিরোধী কাজের জন্য অভিযুক্ত শিক্ষার্থীদের কঠোয় শাস্তিদান এমনকি বিদ্যালয় হতে বহিষ্কারের বিধান আছে এক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তই ড়ান্ত। 

১১শিক্ষকঅভিভাবকের পরোক্ষ যোগাযোগ  শিক্ষার্থীদের পাঠোন্নতির জন্য দিনলিপি সরবরাহ করা হয়। লেখাপড়া  আচার-আচরণের অগ্রগতি সম্পর্কিত বিষয়ে শ্রেণী