Welcome To Maijdee Public College

আগামী ২০/১০/২০২৪ খ্রি. থেকে যথারীতি একাদশ ও দ্বাদশ শ্রেনি কার্যক্রম চলবে।
মাইজদী পাবলিক কলেজ প্রতিষ্ঠার ইতিহাস
মাইজদী পাবলিক কলেজ, সদর, নোয়াখালী শহরের প্রাণকেন্দ্রে ইসলামিয়া রোডে সরকারি বরাদ্দকৃত ১.৩১ ভূমির ওপর ১৯৯৪খ্রি. প্রতিষ্ঠিত হয়। এ শহরে জনসংখ্যা অনুপাতে কলেজের অপ্রতুলতার কারণে মাধ্যমিকে উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা লাভের পর্যাপ্ত সুযোগ না থাকায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজ সেবক ও প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় মাইজদী শহরের প্রাণকেন্দ্রে মনোরম পরিবেশে কলেজটি প্রতিষ্ঠিত হয়।
বিশেষ করে কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ জনাব আশরাফুল করিম, তৎকালীন সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোঃ শাহজাহান, এম.এম মটরর্সের সত্বাধিকারী জনাব আলহাজ্ব সিরাজুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি জনাব আনোয়ার মির্জা, ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন, হোমিও ডা: জনাব আনোয়ার হোসেন, প্রাক্তন জেলা শিক্ষা অফিসার জনাব মাহফুজুর রহমান ও কলেজের প্রতিষ্ঠাকালীন সকল শিক্ষক, কর্মচারীর ঐকান্তিক প্রচেষ্টায় কলেজটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৫খ্রি. একাডেমিক স্বীকৃতি অর্জন করে ০১/০২/১৯৯৮খ্রি. উচ্চমাধ্যমিক শাখা এমপিও ভুক্ত হয়। এমপিও ভুক্ত কালীন সময়ে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা চালু ছিল। পরবর্তীতে ২০১১খ্রি. বিজ্ঞান বিভাগের পাঠদান ও ২০১৯খ্রি. বিজ্ঞানের স্বীকৃতি অর্জিত হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে একটি টিন সেড ভবন নির্মাণ করা হয়। উন্নয়নের ধারাবাহিকতায় ২০১০খ্রি. হতে অদ্যাবধি অবকাঠামোসহ শিক্ষার্থীর সংখ্যা ও শিক্ষার গুণগত মানের ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কৃর্তক এক খানা চারতলা আইসিটি ভবন নির্মিত হয়েছে। কলেজের নিজস্ব অর্থায়নে ধাপে ধাপে চারতলা ভিত বিশিষ্ট একটি একাডেমিক ভবনের তিন তলা ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে। কলেজটিতে ডিগ্রি খোলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কলেজে সকল বিষয়ে অভিজ্ঞ ও দক্ষ একদল শিক্ষক দ্বারা পাঠদান কার্যক্রম চলছে। লেখা পড়ার পাশাপাশি শিক্ষা সহায়ক কার্যক্রম ও সমান তালে চলছে। সরকারি নির্দেশনার আলোকে যথাযোগ্য মর্যাদায় সকল
জাতীয় দিবস উদ্যাপিত হয়। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় হতে উচ্চ শিক্ষা অর্জন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্ব পূর্ণ পদে নিয়োজিত হয়ে সুনামের সহিত কর্মরত রয়েছে। এ প্রতিষ্ঠানটি এ অঞ্চলের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ বিরাট ভূমিকা রাখছে।

Important Information
ESTD: 1994
EIIN: 107661

KNOWDEDGE IS POWER